ভ্যাকসিন নিয়ে সবাই বাহুবলী হয়ে যান: নরেন্দ্র মোদী

ভ্যাকসিন নিয়ে সবাই বাহুবলী হয়ে যান: নরেন্দ্র মোদী
আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাকসিন নিয়ে সবাইকে বাহুবলী হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের বাদল অধিবেশনের আগে তিনি এ কথা বলেন।মোদী বলেন, হাতে অর্থাৎ বাহুতে দেওয়া হয় ভ্যাকসিন। তাই যারা ভ্যাকসিন নেন তারা বাহুবলী হয়ে যান। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশের ৪০ কোটি মানুষ ইতিমধ্যেই বাহুবলী হয়ে গেছেন।  বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে করোনা মহামারি। এটাই এখন সবচেয়ে উদ্বেগের কারণ। তাই সংসদ অধিবেশন উপযোগী বিষয়েই আলোচনা হবে বলে আশা রাখছি।এদিন টিকাকরণ নিয়ে ইতিবাচক বার্তা দেন মোদী। তিনি বলেন, দেশের আরও বেশি মানুষকে টিকা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তবে শুধু ভ্যাকসিন নিলেই হবে না। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে হবে।  বিরোধী নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় যদি আপনারা আমায় একটু সময় দেন, তাহলে মহামারির বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলি সংসদে আলোচনার জন্য পেশ করুন। তবে সরকারকেও তার জবাব দেওয়ার জন্য সময় দিন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি