নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সাবেক সংসদ খুররম খান চৌধুরী শনিবার (১৭ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মারা যান। গত ৮ জুলাই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ছিল।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। ছেলে নাসের খান চৌধুরী যুক্তরাষ্ট্রে ও মেয়ে মাফরিহীন খান অস্ট্রেলিয়ায় থাকেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মেয়ে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় রওয়ানা করেছেন। তিনি দেশে পৌঁছালে পরে দাফনের সময় নির্ধারণ করা হবে।