উজবেকিস্তানে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শনে ড. মোমেন

উজবেকিস্তানে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শনে ড. মোমেন
নিজস্ব প্রতিবেদক : উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।বৃহস্পতিবার (১৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারের গ্যালারিতে রাখা বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি ঘুরে ঘুরে দেখেন। এ সময় উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১৪ জুলাই উজবেকিস্তান গেছেন ড. মোমেন।সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করবেন।তাসখন্দের সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী ১৯ জুলাই ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি