ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ চুরির অপবাদে এক শিশুকে রশি দিয়ে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নির্যাতনের ঘটনার ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।নির্যাতিত শিশু জুয়েল রানা (৯) ৮ নম্বর দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকারপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। সে পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মল্লিকপুর তামলাই দিঘি পাড়ে জহিরুল ইসলামের বাড়ির পাশে এ নির্যাতনের ঘটনা ঘটে। জুয়েলের বাবা মনির উদ্দিন বলেন, বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে রমজান আলী আমার ছেলেকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছে। আমার ছেলে চুরি করেনি, রমজান মিথ্যা অপবাদ দিয়েছে। এমন একটি মাসুম শিশুকে কেউ এভাবে মারতে পারে। আমি এর সঠিক বিচার চাই। এদিকে স্থানীয়রা জানায়, জুয়েল বাসায় এসে ভয়ে কাউকে বিষয়টি না জানিয়ে চুপ করে থাকে। রাতে পায়ের ব্যথায় ছটফট করে। ব্যথা না কমায় অবশেষে সোমবার বন্ধুদের মাধ্যমে বাবা-মাকে বিষয়টি জানায় সে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জুয়েলকে তার বাবা-মা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রমজান আলী অভিযোগের কথা স্বীকার করে বলেন, আমি প্রায় প্রতিদিনই জাল দিয়ে মাছ ধরি। আর জুয়েল এসে আমার জাল থেকে না বলেই মাছ নিয়ে চলে যায়। আমি তাকে অনেকবার নিষেধ করেছি। সে শোনে না। সেদিন তাকে ধরে ইয়ার্কি করে বেঁধে বলেছি, তোকে এভাবে বেঁধে মারব। এ সময় তাকে দু-একটা পিটুনি দিয়ে ছেড়ে দিয়েছি। তাকে অনেক মারধর করা হয়নি। তার পরিবারের লোকজন এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।