নিজস্ব প্রতিবেদক : চলমান বিধি-নিষেধে সব শিল্প-কলকারখানা খোলা রাখা হলেও করোনার সংক্রমণ রোধে ঈদের পর তা বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে।একই প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।২৩ জুলাই থেকে ৫ আগস্টের বিধিনিষেধের ৫ নম্বর শর্তে বলা হয়েছে, সকল প্রকার শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।তবে এর আগে ১-১৪ জুলাইয়ের বিধিনিষিধের প্রজ্ঞাপনের ১১ নম্বর শর্তে বলা ছিল, শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।করোনা সংক্রমণ রোধে ঈদের পরের বিধি-নিষেধ আরও কঠোর হবে বলে জানিয়েছে সরকার। ২৩ জুলাই থেকেই গণপরিবহন, সরকারি-বেসরকারি সব অফিস এবং শপিংমল বন্ধ রাখা হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।