নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার সীমান্তে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তাদের আটক করে থানায় হস্তান্তর করে বিজিবি।নওগাঁ ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল কবির জানান, দুপুরে সাপাহার সীমান্ত দিয়ে ৫ জন নারী ও ৩ জন পুরুষ ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। টের পেয়ে সেখানে অবস্থানরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদের পর যানা যায় সম্প্রতি তারা ভারতীয় কারাগারে বিভিন্ন মামলায় সাজা খেটে বের হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দেশের বিভিন্ন জেলায় তাদের বাড়ি বলে জানা গেছে।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) আল মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। যেহেতু তারা ভারত থেকে এসেছে এজন্য প্রথমে তাদের সবাইকে হাসপাতাল নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর তাদের ১৪ দিনের জন্য স্থানীয় একটি স্কুলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।