বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে লকডাউনে কর্মহীনদের মধ্যে খাদ্য বিতরণ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (৬ জুলাই) দুপুর থেকে মোড়েলগঞ্জ-শরণখোলার বিভিন্ন এলাকায় তারা এ খাদ্য সহায়তা দেন।বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের লেফটেন্যান্ট মো. আব্দুল্লাহ বলেন, করোনা পরিস্থিতিতে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। আমরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে টহল দিচ্ছি। মানুষকে সচেতনও করছি। এর পাশাপাশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা করা হয়েছে। আজকে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে অন্তত ৩শ পরিবারের মধ্যে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করেছি।তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকার প্রচেষ্টা হিসেবে আমাদের ব্যক্তিগত রেশনের একটি অংশ বাঁচিয়ে আমরা এ কার্যক্রম পরিচালনা করছি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।