ঢাকা: তিন বছর দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ। বিদায়ী বার্তায় তিনি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।বিদায়ী বার্তায় পিটার ফারেনহোলজ বলেছেন, বাংলাদেশে তিন বছর অবস্থানকালে আমি এ দেশের নানা প্রান্তে গিয়েছি। আমি কক্সবাজার, সুন্দরবন, সিলেট এলাকায় ভ্রমণ উপভোগ করেছি। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।তিনি বলেন, দায়িত্বপালনকালে আমি এক ডজনের বেশি প্রকল্পের উদ্যোগ নিয়েছি, যা দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।পিটার ফারেনহোলজ বলেন, বাংলাদেশ নানা ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় একটি রোল মডেল, তবে সুশাসন ও মানবিধাকার রক্ষায় আরো মনোযোগ দিতে হবে। আগামীতে দুই দেশ আরো এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।