রংপুরে বিভাগে রেকর্ড মৃত্যু ১৪, শনাক্ত ৫৩২

রংপুরে বিভাগে রেকর্ড মৃত্যু ১৪, শনাক্ত ৫৩২
রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগে একদিনে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৩২ জনের।মৃতদের মধ্যে দিনাজপুরে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে চার, গাইবান্ধায় দুই এবং রংপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ে একজন করে।শনিবার (০৩ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, শনাক্ত হওয়া ৫৩২ জনের মধ্যে দিনাজপুরে ২৫৮ জন, ঠাকুরগাঁওয়ে ৯৪, রংপুরে ৫৫, পঞ্চগড়ে ৪২, কুড়িগ্রামে ৩২, গাইবান্ধায় ২৯, লালমনিরহাটে ১২ এবং নীলফামারীতে ১০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৬ জন।স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২ জুলাই) বিভাগের আট জেলার ২ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়। একই সময়ে বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও চারজন দেশে ফিরেছেন।  করোনা ভাইরাস শনাক্তের শুরু থেকে শুক্রবার (২ জুলাই) পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬০ হাজার ৬০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৭ হাজার ৬৯২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫৫১ জন।এর মধ্যে দিনাজপুর জেলায় করোনা ভাইরাসে ৮ হাজার ৯৮০ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৯৮ জন। রংপুরে ৬ হাজার ৩৫৭ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১১৫ জনের। ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৬০৩ জন আক্রান্ত ও ৯৩ জনের মৃত্যু, গাইবান্ধায় ২ হাজার ২৩৫ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু হয়েছে।এছাড়া নীলফামারীতে ১ হাজার ৯২৮ জন আক্রান্ত ও মৃত্যু ৩৮ জনের, কুড়িগ্রামে ১ হাজার ৮৮০ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৫৬৫ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ১ হাজার ১৪৪ জন আক্রান্ত ও ২৪ জনের মৃত্যু হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী