বরিশাল প্রতিনিধি : শনিবার (৩ জুলাই) থেকে বরিশালের সব খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।এছাড়া বিকেল ৫টার পর ফার্মেসি ছাড়া সব দোকান-পাট বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার (২ জুলাই) দুপুরে নগরের সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা বাহিনী ও করোনা প্রতিরোধ জেলা কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দার। সভায় সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে নিয়োজিত সব বাহিনীর সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং শনিবার থেকে বরিশাল জেলার সব ধরনের খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ও বিকেল পাঁচটার পর ফার্মেসি ছাড়া সব দোকান বন্ধ ঘোষণা করা হয়। এ সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মোকতার হোসেন, বরিশাল পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ প্রতিনিধি, সেনাবাহিনী প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধিসহ সব বাহিনী প্রতিনিধি ও জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।