রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু
রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে গত দুই দিনে ৫১ জনের মৃত্যু হলো।এছাড়া গত জুনে ৪০৫ জনের মৃত্যু হয়েছে।  শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৩ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে ওই ১৩ জনের মৃত্যু হয়।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃত ১৩ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৮ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে।  আর মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন রয়েছে। হাসপাতালটিতে গত দুই দিনে ৫১ জনের মৃত্যু হলো।  গত জুনে ৪০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ১৮৯ জন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬১ জন নতুন রামেক হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন ৪৭৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন