বরিশাল প্রতিনিধি : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’ অমান্য করায় বরিশালে ৫৬ জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বরিশাল নগরী ও জেলার ১০ উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।এসময় ৫৬ ব্যক্তিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বরিশাল মহানগরীতে ৩৪ ব্যক্তিকে ১৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বরিশালের ১০ উপজেলায় ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। করোনার সংক্রমণ রোধে চলমান সাতদিনের বিধিনিষেধ বাস্তবায়নে এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল জেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।