রফিকুল মাদানীকে ফের কাশিমপুর কারাগারে স্থানান্তর

রফিকুল মাদানীকে ফের কাশিমপুর কারাগারে স্থানান্তর
গাজীপুর: ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানীকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ফের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুন) সকাল সোয়া ১০টার দিকে র‍্যাব-পুলিশের কড়া প্রহরায় তাকে স্থানান্তর করা হয়।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। মঙ্গলবার ফের তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে।রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৭টি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দু’টি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালি থানায় একটি, গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি মামলা রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন: সেতুমন্ত্রী