ঢাকা: অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুককে (এম. ফারুক) শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে হাইকোর্ট বিভাগের বিচারকের মর্যাদা ও আর্থিক সুবিধা দিয়ে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ জুন) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ ফেব্রুয়ারি মারা গেছেন। এরপর থেকে এই ট্রাইব্যুনালের সদস্য মোসাম্মাৎ জাকিয়া পারভীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুন জেলা জজ জাকিয়াকে বদলি করা হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।