সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় বিমানপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় বিমানপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সোমবার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় বিমানবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন।বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান ভারতীয় বিমানবাহিনী প্রধান।জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার।সাক্ষাৎকালে তারা বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন।জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় বিমানবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বিমানবাহিনীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান।এয়ার চিফ মার্শাল রাকেশ কুমারের নেতৃত্বে ২ সদস্যের ভারতীয় বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ জুন ঢাকায় আসে। সফর শেষে দলটি আগামী ২৯ জুন ভারতে ফিরে যাবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি