নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া জেলা, উপজেলা হাসপাতালের বেড বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সেই সঙ্গে দ্রুত টিকার ব্যবস্থা করা এবং আগামী ২০২২ সালের মধ্যে দেশের ১৮ বছরের ওপরে সব নাগরিককে টিকা দেওয়ার দাবি জানান তিনি।সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হাসানুল হক ইনু এ দাবি জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।হাসানুল হক ইনু বলেন, করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে, মৃত্যু বাড়ছে আশঙ্কাজনকভাবে। করোনা রোগীদের জন্য হাসপাতালে বেড নেই বললেই চলে, অক্সিজেনের জন্য হাহাকার। সরকার চিন্তিত। গত কয়েকদিনে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে পরস্পর বিরোধী বক্তব্য এসেছে। এসব বাঞ্ছনীয় নয়। করোনার সংক্রমণ ও বিস্তার রোধে ‘লকডাউন’, ‘শার্টডাউনের’ বিকল্প নেই। কিন্তু কয়েক দিনের মধ্যে খাদ্যের জন্য হাহাকার তৈরি হবে। এর ব্যবস্থা নিতে হবে। জেলা-উপজেলা হাসপাতালে বেড বাড়াতে হবে, অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে। একটি রোগী যাতে হাসপাতাল থেকে ফেরত না যায় সে ব্যবস্থা করতে হবে। ভ্যাকসিন কূটনীতির মাধ্যমে অতি দ্রুত টিকার ব্যবস্থা করতে হবে, দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নিতে হবে। আগামী ২০২২ সালের মধ্যে ১৮ বছরের ওপরে সব নাগরিকের টিকার ব্যবস্থা করতে হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।