দীর্ঘ ভোগান্তি সয়েও ঘরে ফিরছে মানুষ

দীর্ঘ ভোগান্তি সয়েও ঘরে ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক : ‘কঠোর লকডাউন’ শুরু হওয়ার আশঙ্কায় এবং জীবিকা নির্বাহের পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনায় ঢাকা ছাড়ছে মানুষ।  রোববার (২৭ জুন) রাজধানীর গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।একেতো দীর্ঘ যানজট তার ওপরে সেই কষ্ট দূরে ফেলে রেখে হেঁটেই পথ পাড়ি দিয়েছেন তারা।সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী ও আমিন বাজার ঘুরে দেখা যায়, অন্য দিনের তুলনায় রোববার গ্রামে ফেরা মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। বিশেষত প্রথম তিন দিন ‘লকডাউন’ শিথিল করায় এ হার যেন আরও বেড়েছে।এ বিষয়ে রবিউল ইসলাম নামে এক যাত্রী বলেন, ভেবেছিলাম ঢাকাতেই থাকবো। যানবাহন ঠিকভাবে পাওয়া যাবে কিনা তাই রিস্ক নিয়ে বের হতে চাইনি। কিন্তু এখন যখন দেখলাম আরও কয়েকটা দিন ‘কঠোর লকডাউন’র পরিবর্তে কিছুটা শিথিলতা ঘোষণা এসেছে তখন গ্রামে ফেরার সিদ্ধান্ত নিয়ে নিলাম।লায়লা আরেফিন নামে এক যাত্রী বলেন, ঢাকাতে একটা ছোটখাটো চাকরি করতাম কিন্তু করোনার কারণে দীর্ঘদিন থেকেই প্রতিষ্ঠানে বন্ধ হয়ে আছে। এর ওপর আবার নতুন করে ‘লকডাউন’। এখন ঢাকাতে থেকে জীবিকা নির্বাহ কঠিন, তাই ভোগান্তি থাকলেও গ্রামে ফেরার সিদ্ধান্ত।তিনি বলেন, ‘লকডাউন’র ফলে করোনা কমছে কি কমছে না সেটা এখন আর খুব একটা বড় ব্যাপার না। তবে ‘লকডাউন’র ফলে যে সাধারণ মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি সব থেকে বড় কষ্টের।এদিকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প যানবাহনে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন অনেকে। সেক্ষেত্রে বাড়তি টাকা যেমন খরচ করতে হচ্ছে, তেমনি পদে পদে ভোগান্তিরও শেষ নেই। ভিড়-ব্যস্ত এসব ঘরমুখো মানুষের যাত্রায় উপেক্ষিতও করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি।ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস বা প্রাইভেট কার ছাড়াও পরিবহন হিসেবে এ রুটে চলাচল করছে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা। গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, এ এলাকায় ভাড়ায়চালিত মোটরসাইকেল ও সিএনজির সংখ্যাও কম নয়। তবে এ মাধ্যমে ভাড়া একটু বেশি। জনপ্রতি ৪০০ থেকে ১ হাজার ২০০ টাকা।গাবতলী ঘুরে দেখা যায়, বাধ্য হয়ে বাড়ির পথে অন্তত যতদূর যাওয়া যায় সিএনজি, মোটরবাইকে যাত্রা করছেন অনেক মানুষ। যারা তাও জোটাতে পারছেন না তাদের অনেককেই হেঁটেও রওনা দিতে দেখা গেছে। আবার কেউবা চিকিৎসা নিতে এসে ফিরে যেতে না পেরে পড়েছেন বিপাকে। ফিরছেন তারাও।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী