যাত্রাবাড়ীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ বৃদ্ধ আটক

যাত্রাবাড়ীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ বৃদ্ধ আটক
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৫৩ পিস ইয়াবাসহ আবদুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।  মঙ্গলবার (২২ জুন) সকালে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব  এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জন) বিকেল ৩ টার দিকে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৯ হাজার ৭৫৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আবদুর রহিমকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ এক হাজার ২০ টাকা জব্দ করা হয়।তিনি আরও জানান, তিনি বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা প্রক্রিয়ধীন রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি