চট্টগ্রাম প্রতিনিধি : নগরের অভিযান চালিয়ে আনুমানিক ৫৭ লাখ টাকা মূল্যের ১৮ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা রয়েছে।শনিবার (১৯ জুন) এ তথ্য বলেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মো.নুরুল আবছার। আটকৃতরা হলেন, রোহিঙ্গা কক্সবাজার জেলার উখিয়া থানার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মো. খবিরের ছেলে মো. নুর (২৯), একই থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-এম ৮ এর আব্দুর রহমানের ছেলে মো. মাহামুদুল্লাহ (৩৪) ও কক্সবাজার জেলার সদর থানার হালিমা পাড়ার কবির আহম্মেদের ছেলে মো. মাহাবুবুর রহমান।র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা ও একজন কক্সবাজারের বাসিন্দা। এ সময় রোহিঙ্গাদের কাছ থেকে ছয়টি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাচঁলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।