চলচ্চিত্র সেন্সর শুরু করতে যাচ্ছে হংকং কর্তৃপক্ষ

চলচ্চিত্র সেন্সর শুরু করতে যাচ্ছে হংকং কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় নিরাপত্তা আইনের ভিত্তিতে চলচ্চিত্র সেন্সর করা শুরু করতে যাচ্ছে হংকং কর্তৃপক্ষ। এটা হংকংয়ের গণতান্ত্রিক নীতির ওপর আরেকটি আক্রমণ।সম্প্রতি ঘোষিত সেন্সরশিপ বিধি অনুযায়ী জাতীয় নিরাপত্তা আইনের লঙ্ঘন বলে মনে করা চলচ্চিত্রগুলো সেন্সর করা হবে।  হংকং ফ্রি প্রেস (এইচকেএফপি) জানিয়েছে, ফিল্ম সেন্সরশিপ অধ্যাদেশের নতুন সংশোধনী চলচ্চিত্র সেন্সরশিপ কর্তৃপক্ষকে এমন কোন কাজ বা ক্রিয়াকলাপের চিত্রণের বিরুদ্ধে “সজাগ” থাকার নির্দেশ দেয় যা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করার অপরাধের সমান হতে পারে।  হংকং কর্তৃপক্ষ বলেছে, মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই ‘বৈধ সামাজিক স্বার্থ রক্ষার’ সাথে ভারসাম্য বজায় রাখতে হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ