গাজীপুরে আগুনে দোকান-বাসাবাড়ির ১০ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরে আগুনে দোকান-বাসাবাড়ির ১০ কক্ষ পুড়ে ছাই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকায় আগুনে দোকানসহ দু’টি টিনশেড বাড়ির ১০ কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (১৮ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম  জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার শরিফপুর এলাকায় আইনউদ্দিন আনুর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে দু’টি টিনশেড বাড়ির চারটি বসতঘর, দু’টি রান্না ঘর, দু’টি মরিচের দোকান এবং দু’টি সুতার গুদাম এবং ওইসব কক্ষের মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত