নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি থেকে বেরিয়ে আসতে না পারলে বাজেট বাস্তবায়ন করে কাজ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।বুধবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।পীর ফজলুর রহমান বলেন, সারা বছর বাজেট বরাদ্দ ব্যয় না করে শেষ এক মাসে তাড়াহুড়া করে ব্যয় করতে গিয়ে দুর্নীতি হয়। দুর্নীতি থেকে বেরিয়ে আসতে না পারলে বাজেট বাস্তবায়ন করে কোনো লাভ হবে না।তিনি বলেন, অর্থমন্ত্রী সংসদ সদস্যদের কাছে টাকা পাচারকারীদের তালিকা চান। সংসদ সদস্যরা কীভাবে তালিকা দেবেন? তালিকা তো দেবেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী তো ভালো করেই জানেন কারা টাকা পাচার করে। অডিট জেনারেলের অফিস থেকে যে অডিট রিপোর্ট দেওয়া হয় সেখান থেকেই তো অর্থমন্ত্রী তালিকা পেতে পারেন। কোন বছর কত টাকা পাচার হয়েছে সেটা দেওয়া আছে। কেন তিনি তালিকা পান না। বিদেশে টাকা পাচার হয়, অর্থমন্ত্রী ঠেকাতে পারেন না।পীর ফজলুর রহমান বলেন, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতির কথা অস্বীকার করেন। দুদক গত বছরের স্বাস্থ্য খাতের ১১টি খাতে দুর্নীতি চিহ্নিত করেছে। এই স্বাস্থ্য খাতে গত এক বছরে কমপক্ষে এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সাফাই না গেয়ে যারা দুর্নীতি করছে তাদের ধরেন। মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন। করোনা টিকা যাতে মানুষ পায় সেটা নিশ্চিত করতে হবে। মানুষ যদি টিকা না পায়, মানুষ যদি না বাঁচে তবে বাজেট বাস্তবায়ন হবে কীভাবে? টিকা নিশ্চিত করতে হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।