চট্টগ্রাম প্রতিনিধি : নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট মোড় এলাকা থেকে সাত হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) সকাল পৌনে ১০ টার দিকে হোটেল নেভালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন।গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার আবুল মনজুর প্রকাশ মঞ্জুর আলম (২৮) ও সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের আলুরঘাট সিকদার পাড়া এলাকার মো.সাহাব উদ্দিন (৩৪)।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন জানান, অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসাীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে ৭ হাজার ইয়াবা পাওয়া যায়। অল্প দামে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার জন্য পরিকল্পনা ছিল তাদের।‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে টেকনাফের মো. আবুল কালাম নামের একজনের কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করা করেছে বলে স্বীকার করেছে তারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। ’
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।