১৭ কোটি ৬০ লাখ ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 

১৭ কোটি ৬০ লাখ ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (১২ জুন) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬১৬ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৩৮ লাখ ২৫৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ৮৪৬ জন। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৪৮ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৭২৮ জন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল