ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পড় মারার শাস্তি ৪ মাসের জেল!

ফরাসি প্রেসিডেন্টকে থাপ্পড় মারার শাস্তি ৪ মাসের জেল!
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জনসম্মুখে থাপ্পড় মারার অভিযোগে আটক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
বৃহস্পতিবার আদালত প্রথমে অভিযুক্ত ডেমিয়েন তেরেল (২৮) এর বিরুদ্ধে ১৮ মাসের সাজা ঘোষণা করেন।পরে তার ১৪ মাসের সাজা মওকুফ করা হয়।গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চল পরিদর্শনে যান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক সমর্থকের সঙ্গে হাত মেলাতে মাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে চড় মারেন। তার আগে ওই ব্যক্তিকে ‘ডাউন উইথ মাক্রোঁনিয়া’ বলে চিৎকার করতে শোনা যায়।

এ ঘটনার পর মাক্রোঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তাকর্মী অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। অন্যজন মাক্রোঁকে সেখান থেকে সরিয়ে নেন। তবে তারপরও মাক্রোঁ সেখানে কয়েক সেকেন্ড ছিলেন।

হামলাকারী ডেমিয়েনের বিরুদ্ধে সরকারি কর্তাব্যক্তিদের ওপর সহিংসতা ঘটানোর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত দামিয়েন ডানপন্থী রাজনীতির সমর্থক এবং ফ্রান্সের ইয়েলো-ভেস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যায়।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

মেডিকেল কলেজ বন্ধে সরকারের কোনো সিদ্ধান্ত নেই: অধ্যাপক ডা. নাজমুল হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস, উন্মোচিত হলো লোগো