রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে পুষ্পা মনি (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।সোমবার (৭ জুন) দুপুর ২টার দিকে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকার ৩ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুষ্পা মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের আলী হোসেন ও ময়না বেগম দম্পতির মেয়ে।  আলী হোসেন জানান, রনি মার্কেট এলাকায় নিজেদের চারতলা বাড়ির তৃতীয় তলায় থাকেন তারা। স্থানীয় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ে পুষ্পা। দুপুরে বাসায় সে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠতে দেরি করায় তিনি তাকে ডাকাডাকি করেন। এরপর তার মাও এ কারণে তাকে কিছুটা বকাঝকা করে। এক পর্যায়ে তিনি কাজের জন্য বাসার বাইরে গেলে রুমের দরজা বন্ধ করে দেয় পুষ্পা। তখন তার মা অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় পরে জানালা দিয়ে দেখে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে সে। এরপর দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি