নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই মেয়ে শিশুর নাম-পরিচয় জানা যায়নি।তার বয়স আনুমানিক ১২ বছর হবে। তবে তাকে হাসপাতালে নিয়ে আসা লোকজন বলছেন বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।শনিবার (৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী হাবিবুর রহমান জানান, চৌধুরীপাড়া আবুল হোটেলের পেছনে সোনা মিয়া গলির মাজেদা বেগমের টিনশেড বাড়িতে ভাড়া থাকে শিশুটির পরিবার। দুপুর ২টার দিকে বৃষ্টির সময় বাসার সামনে খেলা করার সময় বজ্রপাতে সে অচেতন হয়ে পড়ে বলে শুনতে পেয়েছি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।