চৌধুরীপাড়ায় বজ্রপাতে শিশুর মৃত্যু

চৌধুরীপাড়ায় বজ্রপাতে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই মেয়ে শিশুর নাম-পরিচয় জানা যায়নি।তার বয়স আনুমানিক ১২ বছর হবে। তবে তাকে হাসপাতালে নিয়ে আসা লোকজন বলছেন বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।শনিবার (৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী হাবিবুর রহমান জানান, চৌধুরীপাড়া আবুল হোটেলের পেছনে সোনা মিয়া গলির মাজেদা বেগমের টিনশেড বাড়িতে ভাড়া থাকে শিশুটির পরিবার। দুপুর ২টার দিকে বৃষ্টির সময় বাসার সামনে খেলা করার সময় বজ্রপাতে সে অচেতন হয়ে পড়ে বলে শুনতে পেয়েছি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জে ৩ আওয়ামী লীগ নেতার পদত্যাগ