রাজশাহীতে গণপূর্ত অফিসে ঠিকাদারের হামলা, আটক দুই

রাজশাহীতে গণপূর্ত অফিসে ঠিকাদারের হামলা, আটক দুই

রাজশাহীতে গণপূর্ত অফিসে ঠিকাদারের লোকজন হামলা চালিয়েছে। এ সময় এক প্রকৌশলীকে মারপিট করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ উপস্থিত হয়ে দু’জনকে আটক করে।

মারপিটের শিকার হলেন উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন।

আহত উপ-প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, পুঠিয়ায় ভূমি উন্নয়ন অফিসের কাজ চলছে গণপূর্ত অধিদফতরের আওতায়। এই কাজটি পান নগরীর লিটন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি করতে গিয়ে লিটন নানা অনিয়মের আশ্রয় নেন। পাশাপাশি নিম্নমানের মালামাল সরবরাহ করেন। এ কারণে নিম্নমানের মালামালগুলো তাকে সরিয়ে নিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে লিটন এবং তার সহযোগীকে নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের অফিসে গিয়ে তার উপর চড়াও হোন এবং মারধর করেন। এ সময় অফিসের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে লিটন ও তার সহযোগী। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।

নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন জানান, উপসহকারী প্রকৌশলী মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ