ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা ওয়াপদা কলোনি থেকে ফাতেমা খাতুন (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ জুন) রাতে ওয়াপদা কলোনির ভেতরে পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জেলার নাসিরনগর উপজেলার শ্যামনগর গ্রামের কুদরত আলী মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুর ইসলাম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দাতিয়ারা ওয়াপদা কলোনির ভেতরে একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

উখিয়ায় অভিনব কৌশলে ইয়াবা পাচার: গ্যাস সিলিন্ডারে ৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা আটক

আশুলিয়ায় দৈনিক সমাচারে কর্মরত সাংবাদিকের ওপরে হামলায় আটক ১