পানি বাড়ছে বন্যাপ্রবণ নদ-নদীর

পানি বাড়ছে বন্যাপ্রবণ নদ-নদীর
ঢাকা: দেশের বন্যাপ্রবণ প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়ছে। তিস্তার পানি আবারও বিপৎসীমা ছুঁইছুঁই করছে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা শুক্রবার (৪ জুন) স্থিতিশীল হতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়ছে, যা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পদ্ম, ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, মেঘনা, যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করলে দেশে বড় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গত কয়েক বছর ধরে টানা মধ্য ও দীর্ঘমেয়াদি বন্য পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এসব নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করায়। আর এসব নদ-নদীর পানি দ্রুত বাড়ে সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলগুলোতে বর্ষণ বেশি হলে।

পাউবো জানিয়েছে, গত কয়েক দিন ধরে আসামে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এদিকে, দেশের অভ্যন্তরেও বর্ষণ বাড়ছে। টানা ভারী বর্ষণ হলে বন্যার শঙ্কা থেকে যায়।পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০১টি পয়েন্টের মধ্যে বৃহস্পতিবার ৪১টিতে পানির সমতল বেড়েছে। কমেছে ৫৩ টি পয়েন্টের পানির সমতল। অপরিবর্তিত আছে ছয়টি পয়েন্টের পানি, একটির তথ্য পাওয়া যায়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন