বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় আব্দুর হালিম পাটুয়ারী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে মধ্য বাড্ডা পোস্ট অফিস রোডে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তির বাড়ি চাঁদপুর কচুয়া উপজেলার সাদিপুর গ্রামের। তিন সন্তানসহ পরিবার নিয়ে মধ্য বাড্ডা হাজী বাড়ী মোড় এলাকায় থাকতেন।নিহত ছেলে আহসান হাবিব জানান, তার বাবা আব্দুর হালিম এলাকায় মিষ্টির ব্যবসা করতেন। প্রতিদিনের ন্যায় সকাল ছয়টার দিকে তিনি বাসা থেকে বের হন। এর আধা ঘণ্টা পর তার মোবাইল ফোনের মাধ্যমে খবর পায় তিনি পোস্ট অফিস রোডে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, স্থানীয়দের মাধ্যমে শুধু এটুকু শুনতে পেরেছি কোনো একটি বাস তাকে ধাক্কা দিয়েছিল। তবে এর বেশি কিছু আর বলতে পারছি না।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত