কক্সবাজার: কক্সবাজারে রাত ৮টার পর দোকান, শপিংমল খোলা রাখলেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সংযোগ।প্রয়োজনে নেওয়া হবে আরো কঠোর ব্যবস্থা।মঙ্গলবার (১ জুন) কক্সবাজারের ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দোকান মালিক সমিতির নেতারা ছাড়াও পুলিশ বিভাগ, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলনকক্ষে সভায় আরও বলা হয়, ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু অধিকাংশ ব্যবসায়ী স্বাস্থ্যবিধি মানছে না। যথাযথ প্রতিপালিত হচ্ছে না সরকারের নির্দেশনা। করোনাকালে এটি খুবই উদ্বেগজনক। এমতাবস্থায় রাত ৮টার পরে যারা দোকানপাট খোলা রাখবে তাদের বিরুদ্ধে কঠোর হবে প্রশাসন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে যৌথ সভায় ব্যবসায়ীদের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।তিনি বলেন, গতবছর করোনাকালে লকডাউনের কারণে ব্যবসায়ীরা অপূরণীয় ক্ষতির শিকার। এবছর সেটি বিবেচনায় রেখে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সরকারের জারি করা নির্দেশনা মানতে ব্যবসায়ীদের বলা আছে। তবু যারা অমান্য করছে তাদের বিরুদ্ধে আমরা নিজেরাই ব্যবস্থা নেবো। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ানসহ দোকান মালিকেরা বক্তব্য দেন।