ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ২০২০-২০২১ সময়ের জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।বুধবার (২ জুন) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার ৩ কর্মকর্তা-কর্মচারীর হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।এ মন্ত্রণালয়ের অধিনস্ত দফতর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুর রহমান, মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) মো. মতিয়ার রহমান ও মন্ত্রণালয়ের অফিস সহায়ক ফয়েজ আহমেদ এ বছর শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। এসময় মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।