বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে

বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে
লাইফস্টাইল ডেস্ক :  সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে, থামার নাম নেই। ভোগান্তিতে অফিসে যাওয়ার জন্য বের হওয়া মানুষগুলো।অফিসে আসার পথে বৃষ্টিতে ভিজে বন্ধ হয়ে গেছে তৃষ্ণার প্রিয় মোবাইল ফোনটি।
যদি আপনার মোবাইল ফোনটিও ভিজে যায়, তাহলে যা করতে হবে- 

•    তাৎক্ষণিকভাবে সেটটি বন্ধ করে দিন, সিমকার্ড ও ব্যাটারি খুলে ফেলুন, প্রয়োজনে কেসিংও খুলে ফেলুন এবং শুকনো কোনো কাপড় বা টিসু দিয়ে মুছে নিন
•    ডিসপ্লে মনিটর, সার্কিট ব্যাটারি, কি প্যাড, কেসিং ফ্যানের বাতাসে খুব ভালোভাবে শুকিয়ে ফেলুন
•    অনেক সময় প্রিয় সেটটি বৃষ্টির মধ্যে রাস্তার পানিতে হাত ফসকে পড়ে যেতে পারে। তাই পড়ে গেলেও যেন সেটটি নিরাপদ থাকে এজন্য পছন্দমতো প্লাস্টিকের কোনো কভার ব্যবহার করুন
•    তবে বৃষ্টির দিনে বাইরে বেরুনোর সময় সেটটি ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা কাগজের ভেতরে নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ
•    ভিজে যাওয়ার ঝুঁকি থাকলে বৃষ্টির সময় ছবি তুলতে বা ফোনে কথা বলার জন্য মোবাইল ফোন বের করবেন না
•    ভেজা ফোনটি সম্ভব হলে চালের পাত্রে কিছুক্ষণ রেখে দিন, পানি টেনে নেবে
•    তারপরও সেটে কোনো সমস্যা দেখা দিলে নিদির্ষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে দেখান।

কথা বলে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা, ছবি দেখা, গান শোনা, ইন্টারনেট ব্যবহার, সময় দেখা, সকালে অ্যালার্মে ঘুম থেকে উঠে দিন শুরু করাসহ আমাদের জীবনের প্রতিটি সময়ের সঙ্গী এখন মোবাইল ফোন। বৃষ্টির এই পুরো সময়টাই ফোনটি ব্যবহারে বিশেষভাবে সর্তক থাকুন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি