রিজেন্টের ৮ জন ২ দিনের রিমান্ডে

রিজেন্টের ৮ জন ২ দিনের রিমান্ডে

করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের অ্যাডমিন, টেকনোলজিস্টসহ আটজনকে দু’দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (১৬ আগস্ট) তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় রেব।শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়া দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।  আসামিরা হলেন- হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব, এক্সরে টেকনিশিয়ান আহসান হাবীব হাসান, মেডিক্যাল টেকনলজিস্ট হাতিম আলী, হেড অফিসের অ্যাডমিন রাকিবুল ইসলাম, এইচআর অ্যাডমিন অমিত বণিক, ড্রাইভার আব্দুস সালাম, এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশিদ খান ও মিজানুর রহমান জুয়েল।  মিজান ছাড়া বাকিদের গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের সময় আটক করে রেব। এরপর রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।  সেই মামলায় ৮ জুলাই তাদের ৫ দিন করে রিমান্ডে পাঠানো হয়। সেই রিমান্ড শেষে গত ১৪ জুলাই তাদের কারাগারে পাঠানো হয়। সেই থেকে তারা কারাগারেই আছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী

প্রচন্ড গরমে ছাত্র-ছাত্রী, কৃষক ও রিক্সা চালকদের মাঝে ছাতা ও পানিরপট বিতরণ