বিশ্বে করোনা শনাক্ত ১৭ কোটি ছাড়াল

বিশ্বে করোনা শনাক্ত ১৭ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় শনাক্ত ১৭ কোটি ছাড়াল। একদিন বিশ্বে শনাক্ত হয়েছে ৫ লাখ ২ হাজার ৬শ’ ৬৯ জন। নতুন ১১ হাজার ৮শ ৯৭ জনসহ মোট মৃত্যু ৩৫ লাখ ৩৭ হাজারের বেশি। বিশ্বে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ কোটি ১ লাখ ২৩ হাজার ৪৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৫ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৬০৪ জন। ভারতে একদিনে শনাক্ত ১ লাখ ৭১ হাজার। দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৭৭ লাখের বেশি। দৈনিক শনাক্ত কমলেও ভারতে এখনও দৈনিক সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। মালয়েশিয়ায় দৈনিক শনাক্ত ৮ হাজারের বেশি হওয়ায় পহেলা জুন থেকে ১৪ই জুন পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ১৬ কোটি ৫০ লাখ মানুষকে অন্তত এক ডোজ টিকা দেয়া হয়েছে। আগামী ৪ঠা জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষের করোনা টিকা সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসাস আবারও সতর্ক করে বলেছেন, মহামারি শেষ হতে এখনও অনেক দূর। তাই সব দেশে ভ্যাকসিনের ন্যায় সঙ্গত প্রবেশের ওপর আবারও তিনি জোর দিয়েছেন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঘটেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি