প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ডি ব্রুইন

প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ডি ব্রুইন

দলকে শিরোপা জেতাতে না পারলেও সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমটা দুর্দান্ত কেটেছে ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের। এবার তারই পুরস্কার পেলেন ২৯ বছর বয়সী তারকাপ্রিমিয়ার লিগের মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডি ব্রুইন। ২০১৯/২০ মৌসুমে ২০ গোলে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন তিনি। এই রেকর্ড গড়ে তিনি ছুঁয়েছেন থিয়েরি অঁরিকে। আর্সেনালের সাবেক ফরাসি ফরোয়ার্ড এই রেকর্ড গড়েছিলেন ২০০৩ সালে। এছাড়া সতীর্থদের দিয়ে ২০ গোল করানোর পাশাপাশি ১৩টি গোলও করেছেন ডি ব্রুইন।  সেরা হওয়ার দৌড়ে বেলজিয়ান মিডফিল্ডার পেছনে ফেলেছেন চ্যাম্পিয়ন লিভারপুলের জর্ডান হ্যান্ডারসন, সাদিও মানে এবং ট্রেন্ট আলেক্সান্ডারআর্নল্ডকে। তালিকায় মনোনয়ন পাওয়া বাকি তারকারা হলেন সাউদাম্পটনের ড্যানি ইঙ্গস, বার্নলির নিক পোপে এবং লেস্টার সিটির জেমি ভার্ডি। এছাড়া প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচ নির্বাচিত হয়েছেন ৩০ বছর পর লিভারপুলকে লিগ শিরোপা এনে দেওয়া ইয়ুর্গেন ক্লপ  

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী