করোনার টিকা পাবেন জবি শিক্ষার্থীরা

করোনার টিকা পাবেন জবি শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন)। এজন্য মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য।বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। আমাদের কাছে ১৬,৮০০ শিক্ষার্থীর সব তথ্যই আছে, শুধু এনআইডি নম্বর নেই। আইটি দপ্তরে বলা হয়েছে শিক্ষার্থীদের এনআইডি নম্বরের তালিকা করার জন্য, শিগগিরই এ ব্যাপারে নোটিশ দেওয়া হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি টিকা পান, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অবশ্যই টিকা পাবেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি