নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ইয়াসের কারণে অভ্যন্তরীণ নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় সদরঘাট টার্মিনালে আটকে পড়েছেন শতাধিক যাত্রী। গন্তব্যে রওনা হতে বেশির ভাগ যাত্রী মঙ্গলবার বিকেল থেকে অপেক্ষা করছেন।বুধবার (২৬ মে) বিকেলে সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা গেছে টার্মিনালের নামাজের স্থানসহ বিশ্রামাগারগুলোতে এসব যাত্রী অপেক্ষা করছেন। আটকে পড়া যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।গ্রামের বাড়ি ভোলা যেতে মঙ্গলবার থেকে স্ত্রী ও সন্তানসহ সদরঘাট টার্মিনালে অপেক্ষা করছেন আব্দুল আউয়াল। তিনি পরিবার নিয়ে ময়মনসিংহ থেকে এসেছেন।আব্দুল আউয়াল বলেন, পরিবার নিয়ে কর্মস্থল ময়মনসিংহে থাকি। গতকাল বিকেলে টার্মিনালে এসে জানতে পারি ঝড়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ। ময়মনসিংহে ফিরে যেতেও পারছি না। তাই অপেক্ষা করছি। লঞ্চ চলাচল শুরু হলে রওনা হবো।টার্মিনালে যারা অপেক্ষা করছেন তাদের বেশির ভাগই ঢাকার বাইরের এলাকা থেকে এসেছেন। তাই ফিরেও যেতে পারছেন না। সিলেটের হবিগঞ্জ থেকে বরিশাল যাবে শিহাব উদ্দিন ও মোহাম্মদ হিফজুলসহ ৮ জনের একটি দল। তারা বরিশালে কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ করেন।শিহাব উদ্দিন জানান, তারা মঙ্গলবার বিকেলে সদরঘাট টার্মিনালে এসে দেখে ঝড়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ। লঞ্চ চলাচল শুরু হলে তারা বরিশালের উদ্দেশে রওনা হবেন।মোহাম্মদ হিফজুল বলেন, ঝড়ের কারণে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় আমরা আটকা পড়েছি। এখন তো অপেক্ষা করা ছাড়া উপায় নেই।মঙ্গলবার (২৫ মে) বিকেলে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে অভ্যন্তরীণ নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলেছে সংস্থাটি।বুধবার বিকেলে সদরঘাট টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে ঘাটে নোঙ্গর করে আছে সারি সারি লঞ্চসহ অন্যান্য নৌযান। টিকেট কাউন্টারসহ টার্মিনালের গেট তালাবদ্ধ। বন্ধ রয়েছে টার্মিনালের সব কার্যক্রম। টার্মিনাল এলাকার আশপাশের মার্কেটগুলোও প্রাণহীন। সদরঘাট টার্মিনাল ঘাট থেকে নদীর অপর পাড়ে কালীগঞ্জে ডিঙি নৌকা চলাচলও স্বাভাবিক দিনগুলোর তুলনায় একেবারে নেই বললেই চলে।