আন্তর্জাতিক ডেস্ক : চীনে এক রাতে দুই বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান এবং চিংহাই শহরে ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন অন্তত ২৭ জন। শনিবার (২২ মে) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, শুক্রবার (২১ মে) রাতের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে প্রায় ১৩ হাজার বাড়ি-ঘর। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ৬ দশমিক ৪ মাত্রার প্রথম ভূকম্পনটি আঘাত হানে। এর মাত্র ১৪ মিনিট পর ৭ দশমিক ৪ মাত্রায় চিংহাই শহরে ফের ভূমিকম্প হয়। এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।