ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।বুধবার (১৯ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করে।সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া।সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের জীবন-জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ঢিলেঢালা লকডাউনে সবচেয়ে বেশি খারাপ অবস্থার শিকার যাত্রীবাহী লঞ্চ ও পরিবহন শ্রমিকরা। গণপরিবহন না পেয়ে বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীদেরও দ্বিগুণের বেশি খরচ হচ্ছে এবং স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। আবার লঞ্চ বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন লঞ্চ কর্মচারীরা।বক্তারা বলেন, এমন অবস্থায় লকডাউনে যাত্রীবাহী লঞ্চ শ্রমিকদের অভাব অনটনের কথা বিবেচনা করে এবং নিম্ন আয়ের মানুষদের সাশ্রয়ে চলাচলের জন্য স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হোক।সমাবেশে সংগঠনের অন্য নেতাকর্মীরাও উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানান।