আসামের মুখ্যমন্ত্রীকে ড. মোমেনের অভিনন্দন

আসামের মুখ্যমন্ত্রীকে ড. মোমেনের অভিনন্দন

ঢাকা: আসামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

শনিবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

আসামের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় ড. মোমেন বলেন, বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।

মোমেন আশা প্রকাশ করেন, নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভারতের ‘পূর্বমুখী নীতি’ এগিয়ে যাবে, একই সঙ্গে আসাম শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

এদিকে ড. মোমেনের অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাংলাদেশ সফরকালে জানিয়েছেন, একুশ শতকে উভয় দেশের একযোগে এগিয়ে যাওয়ার জন্য আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি