নির্বাচনে হার নিয়ে বিজেপি প্রার্থী রূপার প্রতিক্রিয়া

নির্বাচনে হার নিয়ে বিজেপি প্রার্থী রূপার প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে হেরেছেন সংগীতশিল্পী-অভিনেত্রী রূপা গাঙ্গুলী। হেরে গিয়ে রাজ্যের মানুষের উপর ‘চাপা ক্ষোভ’ ঝেড়েছেন তিনি। তৃণমূলকে ভোট দেওয়া নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন এই রাজনীতিবিদ। ফেসবুকে এক ভিডিওবার্তা দিয়ে বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য রূপা গাঙ্গুলী প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভিডিওতে তিনি বলেন, ‘অনেক কেন্দ্রে দেখা গিয়েছে, খুবই অল্পের জন্য তৃণমূল প্রার্থী জিতে বেরিয়েছেন। তার কারণ, মানুষ ভোট দিয়েছেন। বিজেপি বাংলায় হেরেছে কারণ তারা মানুষকে বাঁচাতে চায়। ’

তবে দলের পরাজয়ের দায়ভার একেবারে ঝেড়ে ফেলেননি তিনি। এ নিয়ে বলেন, ‘বিজেপি যদি মানুষের কাছে ঠিক মতো বার্তা পৌঁছে দিতে না পারে, তা হলে দলের নেতৃত্বকে সে বিষয়ে ভাবতে হবে। ’

রূপা আরও বলেন, ‘রাজনীতিতে ঢোকার পরে আমি শুনেছিলাম বাংলায় নাকি ‘ভোট করাতে হয়’। নির্বাচনের ফলাফল দেখে একটা কথা মনে হচ্ছে—জাতীয় নির্বাচন কমিশন বাংলার ভোট-প্রকৃতি নিয়ে ততটাও ওয়াকিবহাল নয়। বিভিন্ন জায়গায় নিজে কথা বলে জেনেছি, ভিভি প্যাটের গণনায় গোলমাল হয়েছে। প্রথম দিকে দেখা যাচ্ছিল তৃণমূল জিতছে। কিন্তু ব্যবধানে খুব বেশি নয়। তার পরে আচমকাই বড় অঙ্কের ভোট পেয়ে যায় তারা। ’

বিজেপি জয়ী হলে গরুর মাংস খাওয়া বন্ধ করে দেবে-এমন গুঞ্জন নিয়ে রূপা বলেন, ‘বাংলায় এখনও পর্যন্ত কোনো বিজেপি নেতা নিজের মুখে এমন কিছু বলেছেন? কই গোয়ার কথা তো কেউ বলে না! গোয়া তো বিজেপির রাজ্য। সেখানে এখনও পর্যন্ত গরুর মাংস নিষিদ্ধ হয়নি। হবেও না কোনও দিন। ’

বিজেপির পরাজয়ের কারণ ব্যাখ্যা করে রূপা বলেন, বিজেপি ‘বাংলায় কায়দার রাজনীতি’ করতে পারেনি বলে হেরেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ