ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং ঈদের শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘বাংলাদেশকে উপহার দেওয়া চীনা টিকা ঈদের বিশেষ উপহার। ’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
শুভেচ্ছা বার্তায় চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ঈদের আগেই বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ করোনার টিকা উপহার দেওয়া হয়েছে। এটা বাংলাদেশকে দেওয়া ঈদের বিশেষ উপহার। ’ তিনি বলেন, ‘উপহারের চীনা টিকা বাংলাদেশকে পৌঁছে দিতে মে দিবসের ছুটির মধ্যেও যেসব কর্মী কাজ করেছেন, আমি তাদের বিশেষ ধন্যবাদ দিতে চাই। ’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের মুসলিম জনগণকে শুভেচ্ছা জানান লি জিমিং।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।