ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বুধবার (১২ মে) সংগঠনের সভাপতি লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির, সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযোদ্ধা কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশীদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্ততে বলা হয়, গত ১০ মে কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের ‘কোয়াড’ জোটে বাংলাদেশের কল্পিত যোগদানের বিরোধিতা করে যে সব বিরূপ ও রূঢ় মন্তব্য করেছেন আমরা তা কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত এবং বাংলাদেশের সার্বভৌম মর্যাদার জন্য হানিকারক বলে মনে করি। ‘কথিত ‘কোয়াড’-এ বাংলাদেশের যোগদান বিষয়ে বাংলাদেশ থেকে সরকারিভাবে কোনো বক্তব্য না দেওয়া সত্ত্বেও চীনা রাষ্ট্রদূত যে ভাষায় এর বিরোধিতা করেছেন তাতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে চীনের আধিপত্যবাদী আচরণেরই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা চীনা রাষ্ট্রদূতের এহেন মন্তব্যের প্রতি ক্ষোভ ও নিন্দা ব্যক্ত করছি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।