নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুরে বিদ্যুতের তিন হাজার ভোল্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সাবস্টেশনের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন থাকে শহর। মঙ্গলবার (১১ মে) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে সাবস্টেশনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা থেকে ডিপিডিসির টিম এসে মেরামতের কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বাংলানিউজকে জানান, রাতে আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত জানা যায়নি। কিল্লারপুল বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা মোহাম্মদ সবুর খান জানান, ঢাকার টিম কাজ করছে। সাবস্টেশনের অধীনে থাকা এলাকাগুলোতে দেড় ঘণ্টা কাজের জন্য বিদ্যুৎ বন্ধ ছিল। এখন সব স্বাভাবিক।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।