ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধী টিকার ৫ লাখ ডোজ আনতে আনতে চীন গেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপআির) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এত বলা হয়, মঙ্গলবার (১১ মে) সকাল ৮টা ১২ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি চীনের উদ্দেশে রওনা হয়েছে। চীন উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিচ্ছে। এই টিকার চালান আগামী ১২ মে ঢাকায় পৌঁছাবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।