রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ‘অমৃতবর্ষিণীর’ অনলাইন আয়োজন ❝মন, জাগ মংগললোকে❞

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ‘অমৃতবর্ষিণীর’ অনলাইন আয়োজন ❝মন, জাগ মংগললোকে❞

 নিজস্ব প্রতিবেদক 

কোভিড-১৯ মহামারীকালে সংক্রমণ রোধে এবারেও অমৃতবর্ষিণী সংগীত সংগঠন ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করতে যাচ্ছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সংগীতের বিশেষ অনুষ্ঠান ❝মন, জাগ মংগললোকে❞। অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে ২৮ বৈশাখ ১৪২৮ বংগাব্দ (১১ মে ২০২১ খ্রিষ্টাব্দ) সকাল ১০ টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে অমৃতবর্ষিণী’র অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/aumritoborshini/ ) থেকে। এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে কোভিড আক্রান্ত হয়ে পরলোক গমন করা বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষদের।

অনুষ্ঠান সহযোগিতায় থাকবে অমৃতবর্ষিণী সংগীত বিদ্যায়তন। গ্রন্থনা, মূল পরিকল্পনা ও পরিচালনা করবেন অমৃতবর্ষিণীর সাধারণ সম্পাদক লতিফুন জুলিও। এবারের আয়োজনে সংগীত পরিবেশনায় থাকবেন সুমাইয়া নীলা, ইন্দ্রাণী সাহা, রাজেশ সিকদার, শামীম শবনম এবং ফারহানা শারমিন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন