ফলে ভোট রণক্ষেত্রে কে হাসবেন আর কে পরাস্ত হবেন, মোদী না মমতা? তার নির্বাচনী মার্কসিটের উত্তর মিলতে থাকতে আর কিছুক্ষণ পর থেকেই। তবে শুধু পশ্চিমবাংলা নয়, বাংলার সঙ্গে ভারতে ভোট হয়েছিল আসাম, কেরল, তামিলনাড়ু এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে। পাঁচ রাজ্যেই ফল মিলবে রোববারই। বাংলায় বিধানসভা ভোটের ইতিহাসে এমন নাটকীয় নির্বাচনী প্রক্রিয়ার এর আগে সাক্ষী থেকেছে কিনা রাজ্যবাসী, তা সন্দেহ রয়েছে! সমীক্ষা অনুযায়ী রাজ্যে এগিয়ে আছে মমতার দল। তবে খুব একটা জোর গলায় মমতাকে এগিয়ে রাখেনি এক্সিট পোলগুলো। বরঞ্চ তারা জানিয়েছে বাংলার প্রতি কেন্দ্রেই লড়াই হবে হাড্ডাহাড্ডি। ফলে একুশে ভোটে রাজ্যবাসী কার হাত ধরলো আর কার থেকে মুখ ফেরালো তার উত্তর আর কিছু সময়ের পরই মিলবে।