বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে বিষাক্ত খাবার খাইয়ে ২৮টি পোষা কবুতর ও ২শটি ঘুঘু মেরে ফেলা হয়েছে। কে বা কারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ক্ষতিগ্রস্ত নাছির উদ্দিন ফরাজী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের পরেই বিষয়টি সবার সামনে আসে। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খাইয়ে কবুতরও মারা হয়েছে। এ ঘটনায় অন্তত ২শটি ঘুঘু মারা গেছে। এতে প্রকৃতির অপূরণীয় ক্ষতি হয়েছে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধের ধরণ নতুন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।